আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার মূল হোতা মাসুদ গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৮:৪১:২০ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হত্যার মূল হোতা মাসুদরানাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ইমরান খুন হওয়ার পরপরই আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী পুলিশ এলাকাসহ আশপাশের জেলায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাসুদ রানা কুষ্টিয়া ঈদগা পাড়ার একটি মেসে অবস্থান করছে। দ্রুত পুলিশ সেখানে ছুটে যায় এবং কৌশলে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসায় সে পুলিশের কাছে স্বীকার করেছে, ইমরানকে নিজহাতে খুন করেছে। সে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর বকাপাড়ায় বেশ কিছুদিন ধরে বসবাস করছিলো। তার  স্থায়ী বাড়ি দুর্লভপুর গ্রামে। পিতার নাম বিল্লাল হোসেন। এলাকার জনগণ জানায়, সে একজন পেশাদার খুনি এবং অন্ধকার জগতের সাথে তার সখ্যতা অনেক দিনের। আলমডাঙ্গা থানা পুলিশ কোর্টে হাজির করে রিমান্ডের আবেদন করবে।