Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:২২:৫২ এম

মাগুরায় প্রতিনিধি : মাগুরায় সোমবার বিকালে পাচারের সময় বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার ও বাসের সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩ টায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৫) নামে একটি এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা বিরল প্রজাতির কালোমুখ হনুমানটি উদ্ধার করা হয়। এ সময় বিরল প্রজাতির বন্যপ্রাণি পাচারের দায়ে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাসের সুপারভাইজার সাতক্ষীরার মাধবকাঠি গ্রামের শান্তিপদ স্বরের ছেলে সুব্রত কুমার স্বরকে গ্রেফতার করে পুলিশ। কালো মুখ, বাদামী রঙ্গের শরীর ও কালো লম্বা লেজযুক্ত হনুমানটির শরীর প্রায় দুইফুট লম্বা। তবে এটি ঠিক কোন প্রজাতির হনুমান তা বলতে পারেননি কেউ। এটি সাভারের নবীনগর বাস কাউন্টার থেকে রানা নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়ে এক হাজার টাকার বিনিময়ে সাতক্ষিরায় পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল বাসের সুপারভাইজার সুব্রত। পরে বনবিভাগের কাছে হনুমানটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। এটি পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান  মো. কলিমুল্লাহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)