আশাশুনিতে বাল্য বিয়ে প্রতিরোধে কার্ড বিতরণ

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০২:৫৯:৪২ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের গোদাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্র্যাক আশাশুনি সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে গোদাড়া পল্লী সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ ও আলোচনা রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তাগণ, বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য সচেতনতা মূলক আলোচনা রাখেন।

সাবির্ক সহযোগিতায় ছিলেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আশাশুনির অফিসার নাজির হোসেন।