Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ২২৮ রোগী পেলো ১ কোটি ১৪ লাখ টাকার অনুদানের চেক

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:১০:৫২ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২৮ জন রোগীদের মাঝে এককালঅন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অনুষ্ঠানে ২২৮ জন রোগীকে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ১৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিন সমাজসেবা অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)