Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ১০ সরকারি জলাশয়ে ৫শ’ কেজি মাছের পোনা অবমুক্ত

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৫:৫০:৫১ এম

আলমডাঙ্গা অফিস:  আলমডাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলার ১০টি সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকাল ১০ টায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এই পোনা অবমুক্ত করা হয়। চুয়াডাঙ্গা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে আনা বিভিন্ন প্রজাতির প্রায় ৫শ’ ১০ কেজি প্রক্রিয়াজাত পোনা  ১০ টি জলাশয়ে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, জেলা খামার ব্যবস্থাপক আলাউদ্দিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন।  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি। এ ছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার ও ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)