শার্শায় গবাদি পশু পালন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:০৮:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের  শার্শা উপজেলায় এক্মি ও ইউএসএআইডিএর সহযোগিতায় ফিড দি ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ডনিউট্রিশন অ্যাক্টিভিটি, এসিডিআই/ভোকা-এর উদ্যোগে “প্রাণি ও মানব স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে ৬০ জন স্থানীয় গবাদি পশুরসেবা প্রদানকারীদের (এলএসপি) উপস্থিতিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন রিজিওনাল বিক্রয় ব্যবস্থাপক  শেখ আহম্মদ আলী, এক্মি’রসিনিয়র এক্সিকিউটিভ ডাঃ নূরে ফেরদৌসী মুনা, এক্সিকিউটিভ ডাঃ রাকিবুল হাসান ও যশোর ভেটেরিনারির এরিয়া ম্যানেজার  মোঃ শহিদুল ইসলাম। এই প্রশিক্ষণ কর্মশালায় গবাদিপশুতে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সহ্রাস করার পাশাপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং মান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যার সরাসরি উপকার ভোগী হবেন গবাদি পশুর খামারী, ভোক্তাবৃন্দ ।