কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : শিক্ষককে হাতুড়ি পেটায় গুরুতর আহত করেছে এক শিক্ষার্থীর অভিভাবক। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শোয়াইবনগর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক আহত হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ওই মাদ্রাসার সন্মুখে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিক্ষক অভিযুক্ত শাহাজান আলীর নামে থানায় অভিযোগ দিয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শহরের আড়পাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে সিয়াম হাসান ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। গত ১১ মাসে সিয়াম মাত্র ২৫ দিন ক্লাস করেছে। এ কারণে সিয়াম পরীক্ষার উপযুক্ত নয় বলে পরীক্ষার আগেই তার পিতাকে জানানো হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে পিতা শাহাজান সে সময় শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেন।
পুলিশ তদন্তে শিক্ষকের বিরুদ্ধে কোন সত্যতা না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন শাহাজানকে। কিন্তু কোন সমঝোতা করেননি শাজাহান। এরই জের ধরে শনিবার বিকালে শিক্ষক হাবিবুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন শাহাজান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষক হাবিবুর রহমান বলেন, তিনি তার দায়িত্ববোধ থেকেই শিক্ষার্থীর উপস্থিতি ও যোগ্যতার বিষয়টি অভিভাবককে জানিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামের বাবা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এটির জের ধরেই আমাকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে মারপিট করেছে। আমি এই ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন-শিক্ষার্থী সিয়াম নিয়মিত ক্লাস করে না। তার পড়াশোনাও সন্তোষজনক নয়। একটি শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে পরীক্ষায় বসতে দেয়া যায় না। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। তিনি শিক্ষকের মারপিটের বিচার দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া না গেলেও আটকের চেষ্টা চলছে।