Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজরায় ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনাল গোল শূন্য ড্র

এখন সময়: রবিবার, ২১ ডিসেম্বর , ২০২৫, ১১:৩৮:৪৭ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) খাজরা ইউনিয়নের কাপসণ্ডা ফুটবল ময়দানে প্রভাতী যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের ১ম খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রথমার্ধে ২৫ মিনিটের মাথায় বালিয়াডাঙ্গার ৯ নম্বর জার্সি পরিহিত হাফিজ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ২৮ মিনিটের মাথায় রসুলপুরের ১০ নম্বর জার্সি পরিহিত আহসান গোল শোধ করে খেলায় সমতায় ফেরান। এরপর বালিয়াডাঙ্গা মুহুর্মুহু আক্রমন করলেও রসুলপুরের গোলকিপারের দৃঢ়তায় আর গোল করার সম্ভব হয়নি। খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন রসুলপুরের গোলকিপার মোহাম্মদ আলী।
খেলা পরিচালনা করেন জিএম জাহাঙ্গীর কবির, আনিছুর রহমান ও ইউসুফ আলী ও দেবপ্রসাদ সানা।
ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আব্দুর রউফ, মফিজুল ইসলাম ও মুর্তজা হাসান।
প্রভাতী যুব সংঘের সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া ব্যক্তিত্ব জিল্লুল করিম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)