Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোবাইল ফোন সাথে নিয়ে পরীক্ষা দেয়ায় শিক্ষার্থী বহিষ্কার

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৬:১৩:৫৫ এম

এম আলমগীর, ঝিকরগাছা: মোবাইল নিয়ে এসএসসি পরীক্ষা দেয়ার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া পরীক্ষা কেন্দ্রে।

পরীক্ষা কেন্দ্র সচিব হেলালউদ্দীন খান জানান, শনিবার হরিদ্রপোতা আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান মোবাইল নিয়ে পরীক্ষা দিতে আসে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল হক পরিদর্শনে আসেন। বিষয়টি তার নজরে আসলে তিনি তাকে বাংলাদেশের ইতিহাস ও বিশ^ সভ্যতার পরীক্ষায় বহিষ্কার করার নির্দেশ দেন। তবে সে আগামী পরীক্ষাগুলো দিতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল হক জানান, ছেলেটার পকেট দেখে সন্দেহ হলে তাকে তল্লাশী করে তার পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)