চৌগাছায় সুমাইয়া ফুড ও ফার্মেসিতে জরিমানা

এখন সময়: বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৫:৫০:৫৫ এম

নিজস্ব প্রতিবেদক: চৌগাছার সুমাইয়া ফুডসের কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর সাল্টু ও স্যাকারিনের ব্যবহার ও ফার্মেসিতে ফিজিসিয়ান স্যাম্পল রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তার অভিযানিক দল চৌগাছার কোটচাঁদপুর মোড়ের সুমাইয়া ফুডসের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় উৎপাদিত পণ্যের ক্ষতিকর সাল্টু ও স্যাকারিনের ব্যবহার এবং পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিক না থাকায় মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর অভিযানিক দল ইছাপুর মোড়ের মেসার্স লিলিমা ফার্মেসিতে অভিযান চালায়।  এসময় বিক্রির জন্য ফার্মেসিতে ফিজিসিয়ান স্যাম্পল রাখার অপরাধে মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।