বিশ্ব পর্যটন দিবসে কয়রা ও রাজগঞ্জে আলোচনা সভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১০:৫৮:১৯ পিএম

কয়রা ও রাজগঞ্জ প্রতিনিধি: বিশ^ পর্যটন দিবস উদযাপন উপলক্ষে খুলনার কয়রা এবং যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস.এম শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল হক, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আঃ ছালাম খান, প্যানেল চেয়ারম্যান হরষিত মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।

অপরদিকে,  স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্লাটফর্ম বিডি ক্লিন মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উওম চক্রবর্তী বাচ্চু, ঝাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল লতিফ।