কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি: কচুয়ায় গজালিয়ার জোবাই গ্রামের পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী মোস্তফা শেখের মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মোস্তফা শেখ জানান, গত ২৬ সেপ্টম্বর দিবাগত রাতে এলাকার কতিপয় দুস্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ২২৮ শতকের একটি মৎস্যঘেরে বিষ দিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ও ধরে নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করেছে। মৎস্য চাষি মোস্তফা শেখ ২৭ সেপ্টম্বর সকালে তার ঘেরে গিয়ে এ ঘটনা দেখে ওই দিন কচুয়া থানা অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ করেছে।
কচুয়া থানার অফিসার ইনর্চাজ মনিরুল ইসলাম বলেন,জোবাই গ্রামে মৎস্যঘেরে বিষ দেয়া একটি ঘটনা শুনেছি, সুনির্দিষ্টি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।