Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ত্রাণ বিতরণ

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:১৭:১৬ এম

শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ত্রাণ বিতরণ করা হয় বৃহ¯পতিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস। স্বাগত বক্তব্য রাখের পূজা উদযাপন পরিষদের সাধরণ স¤পাদক সীতান চন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক নির্মল কুমার বিশ্বাস প্রমুখ। সঞ্চালনায়  ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধরণ স¤পাদক  দীপঙ্কর মজুমদার। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। উল্লেখ্য এবছর উপজেলায় ১৬১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)