Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৫:৩৬:১৭ এম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন উপলক্ষে কপিলমুনিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি) ও মৌখালী ফ্রেন্ডস ফুটবল একাদশ এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও গোলশূন্য হয়ে ড্র হয়। প্রধান শিক্ষক কবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন কে কে এসপির সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, সাবেক সহসভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম, অরিন্দম মন্ডল প্রমুখ।

খেলা পরিচালনা করেন শেখ মিনার হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)