ঝিকরগাছায় পরিছন্নতাকর্মীদের কাজ বন্ধ, দুর্গন্ধে অস্বস্তিতে পৌরবাসী

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৬:২৯:২৮ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা : ঝিকরগাছা পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব জমিতে সুইপার কলোনীসহ ঘরবাড়ি নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে পরিছন্নতা কর্মীরা। ফলে তীব্র গন্ধে অস্বস্তিতে পড়েছে পৌরবাসী। শুক্রবার ভোর থেকে পরিছন্নতাকর্মীরা পৌর সদরের তরকারী বাজার, মাছবাজার, কাপুড়িয়াপট্টি, বিভিন্ন স্থানে ময়লা ছড়িয়ে কাজ বন্ধ করে দেয়। অতঃপর পরিছন্নতাকর্মীরা রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। তাদের এই আন্দোলনের বিষয়টি জানতে চাইলে পরিছন্নতাকর্মী সংগঠনের সভাপতি মহাদেব দাস, সাধারণ সম্পাদক লক্ষন দাস দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে রেলওয়ের সরকারী জমিতে বসবাস করে আসছিলেন। কয়েকবছর আগে বাজার উন্নয়ন কাজের স্বার্থে পৌর কর্তৃপক্ষ তাদের রাজাপুর মৌজার একটি খাস জমিতে আশ্রয় দেয়। উল্লেখিত জমি তাদের নিজনিজ নামে করে দেয়ার প্রতিশ্রতিতে সেসময় প্রায় ১০ লাখ টাকাও নেয়া হয়েছিল বলেও দাবি করেন। কিন্তু স¤প্রতি তারা জানতে পারেন তাদের বসবাসকৃত ওই জমি মালিক মামলার মাধ্যমে পেয়ে গেছে।  ফলে সেখানে তাদের বসবাস করা প্রায় অনিশ্চিত হয়ে যাওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোস কুমার হাজরা বলেন, পরিছন্নতা কর্মীদের এতো দাবি পৌরসভার একার পক্ষে মেনে নেয়া সম্ভব না। বিষয়টি দ্রæত সমাধানের দাবি পৌরবাসী ও ব্যবসায়ীদের।