ভারতীয় সঞ্জয়ের প্রচারণা

‘আত্মহত্যাই সমস্যার সমাধান নয়’

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১০:৫১:০৯ এম

আব্দুল মতিন, মণিরামপুর : আত্মহত্যাই সমস্যার সমাধান নয়, সংগ্রাম করে জীবনকে গড়ে তোলার পথ খুঁজে পাওয়া যায়। আত্মহত্যার প্রতিবাদে সুদূর ভারত অধিবাসী সঞ্জয় বিশ্বাস (৩৩) নামের এক যুবক দেশে দেশে এ বার্তা দিয়ে চলেছেন। ভারতের উত্তর ২৪ পরগোনা জেলার গাইঘাটা থানাধীন গুটরী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে যুবক সঞ্জয়। প্রতিবাদের এ বার্তা নিয়ে সঞ্জয় বর্তমানে মণিরামপুরের চাঁদপুর গ্রামের বিলাশ কুমার বিশ^াসের বাড়িতে অবস্থান করছেন। গত ২৬ সেপ্টম্বর বেনাপোল বন্দর দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। বৃহস্পতিবার যুবক সঞ্জয় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, সহকারী কমিশনার ভুমি আলী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের সাথে সাক্ষাৎ দিয়েছেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় ভারতীয় এই যুবক গণমাধ্যমের সাথে কথা বলতে মণিরামপুর প্রেসক্লাবে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবক সঞ্জয় দাবী করে বলেন, আত্মহত্যা মানেই কোনো সমাধান নয়, বরং জীবনকে বাঁচিয়ে রেখেই সংগ্রাম করাই সমাধানের একমাত্র পথ। তিনি এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ভারত-বাংলাদেশের রাস্তায় রাস্তায় বাইসাইকেল চালিয়ে প্রচারণা চালাচ্ছেন। সঙ্গে তার রয়েছে ব্যানার-ফেস্টুন ছাড়াও দু’দেশের পতাকা টানানো। তার দাবী মতে ৮মাস ১৫দিন বাইসাইকেল চালিয়ে ভারতের ২৪টি প্রদেশে ঘুরে তার বার্তা জানান দিয়েছেন। তিনি বাংলাদেশে প্রতিটি জেলা-উপজেলাতেই তার এই বার্তা পৌঁছে দিতে গত ২৬ সেপ্টেম্বর এদেশের মাটিতে পা রেখেছেন।