বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১০:১৭:৪৪ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শনিবার বাগেরহাট জেলা প্রবীন হিতৈষী সংঘ  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করেছে।

বাগেরহাট পুরাতন কোর্ট ভবনের প্রবীণ হিতৈষী সংঘের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সহসভাপতি জ্ঞান রঞ্জন চক্রবর্তী। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। চলতি বছরে এ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা’। এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক প্রফেসর সেখ বুলবুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মুকিত ঝন্টু, আজীবন সদস্য মুখার্জী রবীন্দ্র নাথ, আজীবন সদস্য মো. বরকত আলী প্রমুখ।

আলোচনাসভা শুরুর পূর্বে একটি র‌্যালি জেলা প্রশাসকের বাস ভবন থেকে শুরু হয়ে সংঘের কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে প্রবীণ হিতৈষী সংঘের অসুস্থ সদস্যদের বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ মো. শহিদুল্লাহ। এ দিবস পালনে সার্বিক সহযোগিতা করেছে বাগেরহাটের জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।