অভয়নগর (যশোর) প্রতিনিধি: আসন্ন যশোর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ‘ঘোড়া’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুলকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগরে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকালে নওয়াপাড়া পৌরসভার অডিটোরিয়ামে এই মতনিমিয়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ‘ঘোড়া’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তালিম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান বিশ্বাস, অ্যাড. নাসির উদ্দিন, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনসহ ইউপি চেয়ারম্যান, মেম্বর ও কাউন্সিলরবৃন্দ।