যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১২:৫৮:৪২ এম

নিজস্ব প্রতিবেদক: র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস  উদযাপন করা হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী  সংঘ যশোর জেলা শাখার উদ্যেগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনাসভা  অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন প্রত্যেক মানুষ প্রবীণ বয়সে এসে একাকিত্ব বোধ করে। যাদের সন্তান পিতামাতাকে ছেড়ে বিদেশে বসবাস করে বা দূরে তারা বেশি একা হয়ে যায়। তাদের মধ্যে কোনো আনন্দ থাকে না। তাই  আমাদের দেশে প্রবীণদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে করে তারা জীবনের শেষ বয়স পর্যন্ত আনন্দে থাকে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের   উপপরিচালক অসিত কুমাট সাহা। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা  শাখার সভাপতি আলহাজ¦ সৈয়দ এরশাদুল করিমের  সভাপতিত্বে বক্তব্য  রাখেন হিতৈষী  সংঘের উপদেষ্টা প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান,  সহসভাপতি প্রফেসর খন্দকার ইনামুল কবীর, সাধারণ সম্পাদক  আতাহার রহমান প্রমুখ। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা  হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।