Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ৭ পিস্তল, ৪ ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:৫৫:১৬ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আলাদা দুটি অভিযানে ৭টি নাইন এমএম পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে খুলনা ২১বিজিবি।

খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শুক্রবার রাতে বেনাপোলের দৌলতপুর উত্তরপাড়া বড় মসজিদ নামক স্থান ও অগ্রভুলোট সীমান্ত এলাকা থেকে অস্ত্রের চালান দুটি আটক করা হয়। অস্ত্রের এই চালান ভারত থেকে আনা হচ্ছিল বলে তিনি জানিয়েছেন।

অস্ত্রের সাথে আটক স¤্রাট হোসেন (২৭) বেনাপোলের দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা বলেন, ‘বেনাপোলের দৌলতপুর ও অগ্রভুলোট সীমান্ত দিয়ে অস্ত্রের চালান আসছে’ গোপনে এমন সংবাদ পেয়ে পুটখালী বিওপি’র একটি চৌকশ টহলদল দৌলতপুর উত্তরপাড়া বড় মসজিদ নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে টহল দলের দিকে আসতে দেখে। টহল দলের কাছাকাছি আসলে তাকে সন্দেহজনক ভাবে থামতে বললে উক্ত ব্যক্তি তার হাতে থাকা নাইলনের ব্যাগটি ফেলে দৌড়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তার পিছু ধাওয়া করে ধরে ফেলে।

পরে ওই ব্যাগ তল্লাশী করে ২টি নাইন এমএম পিস্তল (ইউএসএ), ২টি ওয়ান সুটারগান গান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

অপর অভিযানে অগ্রভুলোট বিওপির একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে তার ভিতর ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ),২টি ওয়ান সুটার গান (পিস্তল), ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

আটক অস্ত্রের বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)