Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোলকাতায় সুকান্ত স্মৃতি পদক পেলেন কবি কাজী নূর

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:২৬:০২ এম

প্রেসবিজ্ঞপ্তি: ভারতের কোলকাতায় কবি সুকান্ত স্মৃতি পদক সম্মাননা পেলেন বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর কার্যনির্বাহী সদস্য কবি কাজী নূর। কবিতা চর্চা এবং বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রাখায় সম্প্রতি তাকে এ সম্মানে ভূষিত করে বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ ও বরাককণ্ঠ পত্রিকা।

কপালে চন্দনের ফোটা, ফুল, ক্রেস্ট, সাংগঠনিক মানপত্র এবং গলায় উত্তরীয় পরিয়ে কাজী নূরকে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেন ওপার বাংলার কবি সুমিতা পাল। সম্প্রতি কোলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রবীন্দ্র ও কাকুড়া মঞ্চে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হয়।

বিবেকবাহিনী ব্রতচারী সখা, বরাবাজার নিবেদিত এবং বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ কর্তৃক ‘ভারত- বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব- ২০২২ এই আয়োজন করে। বিশ্বাবাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ সভাপতি শ্রী রবীন পান্ডে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক উত্তম চক্রবর্তী, ডহর সাহিত্য পত্রিকার সম্পাদক কবি সুমিত মহন্ত, কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টপাধ্যায়, বিশিষ্ট কথাসাহিত্যিক রাজা ভট্টাচার্য, বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ্র, কোলকাতা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার শ্রী সুজয় কুমার চন্দ্র, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত মল্লার ঘোষ, কবি দিপেন্দু শেখর বন্দোপাধ্যায়, আইনজ্ঞ রজত ঘোষ ও নৃত্যশিল্পী গৌতম সিংহ প্রমুখ। অনুষ্ঠানে কাজী নূর তার কবিতা পাঠ করেন এবং অনুভূতি প্রকাশ করেন।

কোলকাতার জনপ্রিয় নাট্যাভিনেত্রী মহুয়া পৈত এর সঞ্চালনায় দিনব্যাপী কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করা হয়। এদিকে অপর এক শুভেচ্ছা বার্তায় কোলকাতা থেকে প্রকাশিত ‘দ্য অফনিউজ’ সম্পাদক সুবীর পাল এবং ব্যবস্থাপনা সম্পাদক সুকন্যা পাল কাজী নূরকে অভিনন্দন জানিয়েছেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সভাপতি আহমদ রাজু ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)