সপ্তদ্বীপার সাহিত্য আসর

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৮:৩৪:২৪ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশগ্রহণ করেন, অ্যাড. শফিকুল ইসলাম কচি, এস আই সুব্রত দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, সুশান্ত বিশ্বাস, পঞ্চানন সরকার, মোড়ল কওসার আলী, সমিরণ ঢালী, রাবেয়া আক্তার মলি, অভিজিত রায় প্রমুখ।