Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০৬:৩৮ এম

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বৃহস্পতিবার বিকেল থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের মাগুরা এজি একাডেমি মাঠে এ আয়োজন করেছে মাগুরা চেম্বার অব কমার্স। দীঘদিন পর পর মাগুরায় এ ধরনের মেলা অনুষ্ঠিত হতে যাওয়ায় শহর-গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলের  মানুষের ভীড় বেড়েছে। প্রায় শতাধিক দোকানিরা বসেছেন বাহারি সব পসরা নিয়ে। বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোর্ট প্যান্টের দোকান বসেছে। মেলা আয়োজক কমিটির প্রধান শহিদুল ইসলাম চাঁদ জানায়, মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে ‘দি লায়ন সার্কাস’ পাটি। তাছাড়া মেলায় ঢুকতে চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রামাণ্য চিত্র প্রদশর্নীর স্টল। পাশেই রয়েছে পানিন ঝর্না ফোয়ারা। ছোট শিশুদের বিনোদনের জন্য হাতি, ঘোড়া, নাগরদোলা, নৌকা তো আছেই। তাছাড়া ঢাকা থেকে এসেছে ফুচকা, চটপটির নামিদামি সব দোকানিরা।

মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি নাজমুল হক বাবলু বলেন, দীর্ঘদিন পরে হলেও মাগুরাতে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় জেলার মানুষ স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। পাশাপাশি একটি বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনের পর পর মেলায় লোকসমাগমের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে । মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ,আনসার বাহিনীর সদস্য ও মেলা কমিটির স্বেচ্ছাসেবক কাজ করবে । তাছাড়া মেলা প্রাঙ্গন জুড়েই  বাড়তি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)