প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:২৪:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার সদরের ঘুনী শাখারীপাড়ার আবু জাফরের মেয়ে আছমা আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রদিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি মনিরুল ইসলাম ঘুনী শাখারীপাড়ার মৃত আমিন মিয়ার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আছমা আক্তার ও আসামি মনিরুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। আসামির সাথে এক পর্যায়ে মনিরুল ইসলাম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুচতুর মনিরুল প্রেমের সম্পর্ককে পুঁজি করে আছমা আক্তারের কাছ থেকে মাঝে মধ্যে টাকা ধার নিতো। আছমার মায়ের জমি বিক্রি ও সৌদী আরব থেকে বোনের পাঠানো টাকার কথা জানতে পারে মনিরুল। এরপর মনিরুল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই টাকা ৬ মাসের মধ্যে পরিশোধের শর্তে ধার চায়। আছমা আক্তার প্রেমের মোহে মনিরুলকে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা ধার দেন। ২০২১ সালের ২৪ এপ্রিল আছমা আক্তারকে বিয়ে করে মনিরুল ইসলাম। একপর্যায়ে ধারের টাকা পরিশোধের তাগাদা দিলে আছমার উপর ক্ষিপ্ত হয় মনিরুল। এ সময় সন্দেহ হওয়ায় দ্রুত তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যেতে বললে মনিরুল টালবাহানা করতে থাকে। ধারের টাকাও দেয় না। একর্পায়ে মনিরুল তাকে বিয়ে করেনি বলে জানিয়ে দেয়। টাকা আদায়ে জন্য গত ২১ নভেম্বর বিকেলে একই গ্রামের জিয়ার দোকানে এক সালিশে কোন টাকা দিবে না বলে মনিরুল চলে যায়। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।