Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রবীণ আ.লীগনেতা দেবেন্দ্র নাথ পরলোকে, শোক

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:২১:০০ এম

নূরুল হক, মণিরামপুর : মণিরামপুর পৌরসভার ২ নম্বর (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ মণ্ডল (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার মহাদেবপুর গ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। শুক্রবার দুপুরে মহাদেবপুর মহাশ্মশানে তাকে দাহ করা হয়।  

উপজেলা আওয়ামী লীগনেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোপাল মল্লিক জানান, দেবেন্দ্রনাথ মন্ডল এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শমত নিয়মিত অষুধ সেবন করছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই রাত ১১ দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে তার মরদেহ মহাদেবপুর-গাংড়া মহাশ্মাশানে নেয়া হয়। সেখানেই মরদেহ দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আওয়ামী লীগনেতা দেবেন্দ্রনাথ মন্ডলের প্রয়াণে গভীর শোক ও তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলু, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোপাল মল্লিক, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, আজিম হোসেন, সুমন চক্রবর্তী, শ্রমিকনেতা জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।  

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)