Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ১২:৫৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক (হেরোইন) মামলায় মমতাজ বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ মামলায় মমতাজের স্বামী আকরাম মোল্যার মৃত্যু হওয়ায় তাকে আগেই অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মমতাজ বেগম যশোর শহরের নাজির শংকরপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৩ সালের ৮ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আকরাম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় মমতাজকে আটক ও একটি গুলের কৌটার মধ্যে রাখা ১৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ৩ গ্রাম। এ ঘটনায় মততাজ বেগম ও তার স্বামী আকরাম মোল্যাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন অধিদফতরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। এ মামলার তদন্ত শেষে স্বামী স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসএম জাফরুল আলম। মামলার সাক্ষ্য গ্রহণকালে আকরাম মোল্যার মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। সাক্ষ্য শেষে আসামি মমতাজ বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মমতাজ বেগম পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)