ইবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রোববার বিকেল ৩ টায় বায়না চত্বরে ইবি সভাপতি মুহাঃ আল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাঃ নাঈম মাহমুদের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি নাঈম উদ্দীন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সেশনের কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি আল আমিন, সহসভাপতি মজিবুল হক চুন্নু শিকদার, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত মনোনীত হন।