তৃতীয় ধাপের ফল আগামীকাল

যশোর শিক্ষা বোর্ডে একাদশে ভর্তির সুযোগ পাওয়া অর্ধেক শিক্ষার্থীর নিশ্চয়ন

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০২:২৫:৩৯ পিএম

মিরাজুল কবীর টিটো: যশোর শিক্ষা বোর্ডে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর অর্ধেক নিশ্চয়ন করে কলেজে ভর্তি হবে । এর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৭০ শিক্ষার্থী। বোর্ডের আওতাধীন ৫৩৪টি কলেজের ২ লাখ ১৫ হাজার ১৯১ আসনের বিপরীতে তারা নিশ্চয়ন করেছে বলে জানান কলেজ পরিদর্শক কেএম রব্বানী। অথচ ভর্তির প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করে কলেজে ভর্তির সুযোগ পায় ২ লাখ ৬৬ হাজার ৮৩৩ শিক্ষার্থী।

বোর্ড সূত্র জানায়, ৮ থেকে ১৫ডিসেম্বর ও পুনঃনিরীক্ষার ফলাফল প্রাপ্তরা ২৬ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে প্রথম ধাপে কলেজে  ভর্তির সুযোগ পায় ১ লাখ ৩১ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে ৯ ও ১০ জানুয়ারি আবেদন করে ভর্তির সুযোগ পায় ১ লাখ ৩৪ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। সব মিলিয়ে দুই ধাপে ভর্তির সুযোগ পাওয়া ২ লাখ ৬৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থীর মধ্যে নিশ্চয়ন করে কলেজে ভর্তি হবে বলে নিশ্চিত করেছে ১ লাখ ৩৪ হাজার ৬৭০ শিক্ষার্থী। পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পাওয়া প্রথম ও দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ পাওয়া অনেক শিক্ষার্থী নিশ্চয়ন না করে কলেজ নির্বাচন ও আবেদন বাতিল করে তৃতীয় ধাপে ভর্তির আবেদন করেছে। এ আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৮ জানুয়ারি বুধবার। এরপর কত আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানান কলেজ পরিদর্শক কেএম রব্বানী কেএম রব্বানী। তিনি বলেন প্রথম ও দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ পাওয়া সব শিক্ষার্থী কলেজ নিশ্চয়ন করেনি। তাদের পছন্দের কলেজের ভর্তির সুযোগ না হওয়ায় তারা  কলেজ নির্বাচন ও আবেদন বাতিল করে তৃতীয় ধাপে ভর্তির আবেদন করেছে। ঢাকা বুয়েট থেকে ফলাফল প্রকাশের পর জানা যাবে কত আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হবে। আর কত আসন খালি থাকবে।