Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নবমদিনে থিয়েটার ক্যানভাসের ‘শোধ’ নাটক মঞ্চস্থ

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:৫১:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার ক্যানভাস আয়োজিত  আন্তর্জাতিক নাট্য উৎসবের নবমদিন শুক্রবার   মঞ্চস্থ হয় নাটক   ‘শোধ’। আবুল হায়াত রচিত এবং ডমিনিক গোমেজ নির্দেশিত এই নাটকটি প্রযোজনা করেছেন স্টেইজ ওয়ান ঢাকা। নাটকটি সংগঠনটির ১৩ তম প্রযোজনা।

১ ঘন্টা ১৫ মিনিটের এই নাটকে অভিনয় করেছেন ৫ জন শিল্পী।  তারা হলেন মধু চরিত্রে সোবহান নিপুন, মালতী চরিত্রে তাহমিনা খাতুন, কর্তা ব্যক্তি চরিত্রে কাজী আল আমিন, সাগরেদ চরিত্রে রিয়াজুল ইসলাম এবং সহযোগী হিসেবে ছিলেন মৌমিতা নাবিলা। ছুটির দিন থাকায় একাডেমি মিলনায়তনসহ গোটা এলাকায় ছিল নাট্যপ্রেমীদের ব্যাপক উপস্থিতি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)