বি.এম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় মিনি ক্রিকেট খেলায় হিন্দোল যুব সংঘ ৩ উইকেটে জয় লাভ করেছে। শনিবার সকাল ১০ টায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চাপড়া হিন্দোল যুব সংঘ ও কোদন্ডা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সৈনিক (অব.) রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, সাজেদুল ইসলাম।