Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৩ দিনের রাগবি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০১:৫০:৫৬ পিএম

মাগুরা প্রতিনিধি  : মাগুরায় ৩ দিনব্যাপী জেলা ভিত্তিক রাগবি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সোমবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাগবি খেলাকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন আয়োজনে ২৮ থেকে ৩০ জানুয়ারি ৩ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মোট ২৮ জন অংশ নেন। যার মধ্যে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ৪ জন শিক্ষিকা ও ৮ জন খেলোয়াড় ছিলেন।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ ও সিইও এবং আন্তর্জাতিক রেফারি নাজমুস সাকিব বলেন, আমাদের দেশে রাগবি খেলাকে জনপ্রিয় করার লক্ষে ৬৪ জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জেলায় প্রশিক্ষণ শেষ হয়েছে। স্কুল পর্যায় থেকে রাগবি খেলা শুরু করতে যাচ্ছি। এরই অংশ হিসেবে ২০ জন ক্রীড়া শিক্ষক ও ৮ জন খেলোয়াড়কে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসব ক্রীড়া শিক্ষকদের মাধ্যমে প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের এ খেলার প্রশিক্ষণ দেয়া হবে। ৩ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের নারী কোচ সুমাইয়া খান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)