স্বরলিপি সংগীত একাডেমির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ , ২০২৩ ১৭:১০:১০ pm

 

নিজস্ব প্রতিবেদক: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বরলিপি সংগীত একাডেমি। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সদরের বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন। সংগঠনের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠনে ছোট্ট শিশুদের কন্ঠে সংগীত, একক নৃত্য ও একক সংগীত পরিবেশিত হয়।  অনুষ্ঠান চলে রাত ১০ টা পর্যন্ত।