মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব যক্ষ্মাা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি র্যালি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মুফতি কামাল হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লাবনী অক্তার, নাজমুল হাসান আহাদ, শেখ নাদিমুজ্জামান আকাশ, মোরেলগঞ্জ প্রেসক্ল¬াব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ।
স্বাস্থ্য পরিদর্শক মো. হেমায়েত হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারি সংস্থা ব্র্যাক-এর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।