হরিণের রান্না করা মাংস ও ফাঁদসহ দুই চোরাশিকারি আটক

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৪:৪৫:৩৮ পিএম

 

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে হরিণের মাথা, চারটি পা, রান্না করা মাংস ও ফাঁদসহ দুই চোরাশিকারি আটক হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে কোবাদক স্টেশনের বনকর্মীরা তাদের আটক করে। আটক মজিবার (৫২) ও মো. ময়নদ্দিন (৪০)  শ?্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের বাসিন্দা।

কোবাদক স্টেশনের কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালীতে চোরাশিকারিরা হরিণ শিকারের জন্য অবস্থান করছে; এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। তখন সেখান থেকে হরিণের রান্না করা মাংস, চারটি পা, একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁদের দঁড়িসসহ ওই দুই চোরাশিকারীকে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরে আলম জানান, আটক চোরাশিকারিদের মুন্সিগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হবে।