ফরহাদ খান, নড়াইল: ‘আওয়ামী লীগ শুধু ভারতের দালাল নয়, তারা যেন ভারতেরই সরকার ছিল, তারা যেসব সুবিধা চাইতো আওয়ামী লীগ তা দিয়ে দিত।’ নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন ‘এবার সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের দল ও জামায়াতে ইসলামীসহ প্রায় সব ইসলামী দলের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে। তবে, দুই-একটি ইসলামী দল সুবিধাভোগী হওয়ায় তারা এখনো এক হতে পারেনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন-আওয়ামী লীগ ভারতের দালাল। আমি বলি, ‘আওয়ামী লীগ শুধু ভারতের দালাল নয়, তারা যেন ভারতেরই সরকার ছিল, তারা যেসব সুবিধা চাইতো আওয়ামী তা দিয়ে দিত। অনেক ধরনের সুবিধা মোদী সরকারকে দিয়েছেন শেখ হাসিনা। করিডোর, ট্রানজিট কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই ভারতকে দিতে অতি আগ্রহী ছিল আওয়ামী লীগ সরকার। ভারতের সঙ্গে আওয়ামী লীগ ১০টি চুক্তি করে দেশকে পরাধীন জাতিতে পরিণত করেছিল। আমরা সেগুলোর বিরোধিতা করেছি।
তিনি আরো বলেন, আলেমদের বিরোধিতা করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এবারো যে দলটি ইসলামী আন্দোলনসহ আলেম এবং ্ইসলামী দলগুলোর বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তারা টিকে থাকতে পারবে না। যারা নিজের দলের নেতাকর্মীদের সামলাতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে?
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পত্রিকায় সাক্ষাতকারে বলেছেন, দেশের রাজনীতিতে দক্ষিণপন্থিদের উত্থান হচ্ছে। তিনি উদ্বিগ্ন। ইসলামী দলগুলো নিয়ে উদ্বিগ্ন, নানা ট্যাগ দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলোকে ট্যাগ দিয়ে লাভ নেই, জনগণ এখন আর নাকে তেল দিয়ে ঘুমায় না। তারা ভালো-মন্দ বোঝে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা মাওলানা জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, নড়াইল-১ আসনে দল মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-২ আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামসহ অনেকে।