ম.ম.রবি ডাকুয়া, মোংলা: উৎসবমুখর পরিবেশে ও স্বতস্ফূর্ত অংশগ্রহণে মোংলা পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২৩ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা।
মঙ্গলবার মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯ ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬২৪ সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। যার ফলাফল ঘোষণা হয় রাত প্রায় সাড়ে ১০টায়।
এর আগে সকালে মোংলার চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নির্বাচনে পৌরসভার ৯ ওয়ার্ড থেকে ৬৩৯ ভোটারদের মধ্যে ৬২৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৭৩ ভোট পেয়ে সভাপতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলী, ২১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং ২৬০ ও ২৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির উদ্দিন, গোলাম নুর জনি নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।