মণিরামপুরে হত্যা চেষ্টা মামলায় একজনের ২ বছর কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১২:২২:১৮ পিএম

 

 

নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের ভগবানপাড়ার অপু সরদারকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় জ্যোর্র্তিময় সরদারকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ মামলার অপর ৪ আসামিকে খালাস দিয়েছেন বিচারক। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এক রায়ে এ আদেশ দিয়েছেন। জ্যোর্তিময় সরদার ভগবানপাড়ার সদানন্দ সরদারের ছেলে। সাজাপ্রাপ্ত জ্যোর্তিময় সরদার কারাগারে আটক আছে।

মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুর ভগবানপাড়ার বিমল কুমার সরদারের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আসামিদের। ২০১৩ সালের ১৭ মার্চ অপু সরদার দুপুরে ভগবানপাড়া মোড়ের স্বপন বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামিরা তাকে একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় আহত অপুর ভাই প্রকাশ সরদার বাদী হয়ে ৫ জনকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জ্যোর্তিময় সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।