Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০২:৩৮:৫৭ পিএম

 

দাকোপ প্রতিনিধি: দাকোপের সুতারখালী একতা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জে জে এস কেয়ার মাঠে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের ত্রাণ ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ’লীগ নেতা আজগর হোসেন ছাব্বির, সুতারখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার গাজী জুলু, ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, রফিকুল ইসলাম খোকন, আইয়ুব ঢালী, জহির শেখ, আ’লীগনেতা সিরাজ মল্লিক, জাবের ঢালী, ইউসুফ ঢালী, বঙ্কিম মিস্ত্রি, রেজাউল ঢালী, অনুপ আদিত্য সরকার, মাসুদ ইবনে বাবু, সারাফাত হোসেন সবুজ, আসলাম বাবু, ইয়াসীন সরদার, শামিম মল্লিক, মতিন বিশ্বাস, হাবিবুর রহমান, রকিব ফকির, মোশারেফ হোসেন, সাজ্জাদ সরদার, সিরাজুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় রাজশাহী যুব কল্যাণ ক্লাব কামারখোলা ইউনিয়ন অন্তু যুব সংঘের মুখোমুখী হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন খেলাটি নির্ধারিত সময়ে ১-১ অমিমাংসিত থাকে। এর পর ট্রাইব্রেকারে কামারখোলা ইউনিয়ন অন্তু যুব সংঘ ৭-৬ গোলের ব্যবধানে রাজশাহী যুব কল্যান ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি আজিজ সরদার। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)