বাঘারপাড়া প্রতিনিধি : পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুকদের মধ্যে কর্মসহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ প্রাপ্তরা আর কখনো ভিক্ষা না করার ওয়াদা করেন এদিন। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ‘পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় তাদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। ৭৬ জন ভিক্ষুককে একটি করে ছাগল, ৮ জনকে ভ্যানগাড়ি ও একজনকে বিভিন্ন প্রকার মুদি মালামাল দেয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। উপকরণ বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ, কৃষি কর্মকর্তা রুহুল আমিন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান চিশতী, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব প্রমুখ।