শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর মহাশ্মশানে তিন দিনব্যাপী গঙ্গাস্নান অনুষ্ঠান মঙ্গলবার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তার শেষ হবে। ১০২ তম এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র দে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শ্যামল কুমার দে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাসেম, শালখা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, বেরইল পলিতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলু মোল্লা, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল বারী, যুবলীগের সভাপতি সাংবাদিক জিআরএম তারিক, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী প্রমুখ।
মেলার সর্বিক পরিচালনা করেন গৌতম শিকদার, বাসুদেব সরকার ও অমল কৃষ্ণ সরকার।
দুরদুরান্ত থেকে আসা দর্শনার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছে। ব্যবসায়ীরা নানা রকম পসরা সাজিয়ে মেলাকে দৃষ্টিনন্দন করে তুলেছে।