মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৯:৩৯:১৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের ভেকুটিয়ার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদের বিরুদ্ধে ১লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মীর ফিরোজ হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত  করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুল মাজেদ গত ৪ মার্চ স্কুলের স্টোর রুমে থাকা তিনটি লোহার গ্রিল, একটি স্টীলের দরজা ও ২৫ পিস লোহার রড বিক্রি করে ৪১ হাজার ২৫০ টাকা বিক্রি করে আত্মসাৎ করেছেন। ১১ মার্চ একটি মেহগনি ও একটি নারিকেল গাছ বিক্রি করে ২৫ হাজার টাকায় বিক্রি করেন। ৮ মে পুরনো বই খাতা বিক্রি করেন ৮০ হাজার টাকা। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রশংসাপত্র দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তিনি গ্রহণ করে ৩৫ হাজার টাকা।  সব মিলিয়ে ১ লাখ ৮১ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। গত ২৫ মে স্কুলের অফিস কক্ষে ডেকে সকল টাকা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়। তিনি এ টাকা জমা না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি আদালতে এ মামলা করেছেন।