Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒৪ পদে প্রতিদ্বন্দ্বিতায় ৮ প্রার্থী

যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:৪৪:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচন আজ শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে ৪টি পদে ৮ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এরা হলেন সভাপতি পদে গোপী নাথ দাস, গালিব হাসান পিল্টু, সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান টুটুল, এমআর খান মিলন, যুগ্ম সম্পাদক পদে হাসফিকুর রহমান পরাগ, আলী মোর্তজা সিদ্দিকী ও সদস্য পদে সাজ্জাদুল কবীর মিটন, হানিফ ডাকুয়া। বাকি তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন সহসভাপতি পদে আইয়ুব হোসেন মনা, কোষাধ্যক্ষ পদে শামসুজ্জামান স্বজন ও দপ্তর সম্পাদক পদে দাউদ হোসেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। সাথে আছেন সদস্য প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাকিরুল কবীর রিটন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)