কেসিসি নির্বাচনে তালুকদার খালেকের গণসংযোগ

এখন সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর , ২০২৩, ০৩:৩০:৪১ পিএম

খুলনা প্রতিনিধি : আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবারও তিনি সিটির বিভিন্নস্থানে ব্যবসায়ীসহ নানাজনের সাথে মতবিনিময় করেন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের ঘামে অর্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা ঘোরে। ব্যবসায়ীরা একটি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখে। তিনি আরো বলেন, বিগত দিনে ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। খুলনাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা জীবনও খুলনার উন্নয়নে আমি কাজ করতে চাই। এছাড়া মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দিনভর গণসংযোগ চালান তিনি।