যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সভা

সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৯:৪৩:৪৯ এম

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। শনিবার সমিতির একটি সভা থেকে এই দাবি জানানো হয়। এদিন দুপুরে শহরের রবীন্দ্রনাথ (আরএন রোড) সড়কে সমিতির কার্যালয়ের সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বলা হয়, সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন নসিমন, করিমন ইজিবাইক চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধের বিষয়ে জেলা ও  পুলিশ প্রশাসনসহ হাইওয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।

জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সীমান্তবাস মালিক সমিতির আহবায়ক আলমগীর কবীর সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা সড়ক পরিবহন সমিতির প্রধান উপদেষ্টা অসিম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শাহীন কবীর, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ বিষু প্রমুখ।