Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ০১:৩৭:০১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর ৭ টা ৩৫ মিনিটে শহরের তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া হয়। জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় জামায়াত ইসলামীর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ সময় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। হামলার ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জাতীয় পার্টি মনোনীত যশোর-৩(সদর) আসনের প্রার্থী খবির গাজী বলেন, শহরের তালতলা মোড়ে আমার নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা করা হয়েছে। জামায়াতের কর্মীরা এই হামলা করেছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনকে জানিয়েছি। প্রচারণার দ্বিতীয় দিনেয় এই হামলার ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি। এমন হামলার ঘটনা ঘটলে তো সুষ্ঠ ভাবে নির্বাচন করা সম্ভব হবে না। আমি মনে করি প্রশাসন একপাক্ষিক আচারণ করছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। যশোর-৩(সদর) আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর কাদেরের মুঠোফোনে যোগাযোগ করলে জানানো হয় এই ঘটনার বিষয়ে তারা অবগত নন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আশেক হাসান বলেন, এখনও পর্যন্ত আমার কাছে এবিষয়ে লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইননানুক ব্যবস্থা গ্রহণ করবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)