আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অসহায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাও আজিজুর রহমান। অন্যদের মধ্যে আজীবন সদস্য এম এ হাদিস, সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদস্য ডাঃ রোকনুজ্জামান, সদস্য হাফেজ মাও আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০জন অসহায় ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়। পরে তারা কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কম্বল বিতরণ করেন।