কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে তিনটি মিষ্টির দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে প্রতিষ্ঠান তিনটিতে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এদিন উপজেলা পরিষদ তোরণ সংলগ্ন দুলালের মিষ্টি, রাজ হোটেল ও জয়ন্ত মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। রাজ হোটেলে নিন্মমানের মিষ্টিসহ মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও মিনারেল ওয়াটারের বোতল পাওয়া যাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুলালের মিষ্টি’র ঘরে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ১০ টাকা জরিমানা করা হয়েছে। নিন্মমানের মিষ্টি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জয়ন্ত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী বেনজির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।