শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পরিত্রানের সহযোগিতায় এনসিটিএফ এর আয়োজনে উপজেলা পর্যায়ে স্টোক হোল্ডারদের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টার্চফোর্স (এনসিটিএফ) সদস্যদের মুখোমুখি সংলাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় এনসিটিএফ এর সদস্য, সদস্যা শিশু, কিশোর কিশোরীরা তাদের সংলাপে সুপেয় পানির সমস্যা, বাল্য বিবাহ বন্ধ, শিশু শ্রম বন্ধ, রাস্তা সংস্কার ও খেলার সামগ্রী পাওয়ার দাবি সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি পেশ করেন।
প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে উপস্থাপিত দাবি সমূহ পূরণ করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিত্রানের একাউন্ট অফিসার ¯েœহলতা মল্লিক।