Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বিদ্যুতের খুঁটি রেখে সড়ক কার্পেটিং সম্পন্ন!

এখন সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর , ২০২৪, ০৬:৫৮:২৭ পিএম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুতের খুঁটি রেখে  একটি গ্রামীণ সড়কের কার্পেটিং এর কাজ শেষ করা হয়েছে। সরেজমিনে এমন অবস্থা দেখা গেছে, কলারোয়া-খোরদো সড়কের খোরদো বাজার সংলগ্ন ইয়ারআলির মোড় নামক স্থানে। হাইভোল্টজের বিদ্যুৎ লাইনের ১১টি খুঁটি রাস্তার মধ্যে রেখেই রাস্তার সাইড বাড়ানো বা প্রশস্তকরণের কাজ করা হয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও এলজিইডি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের জানান, খুব দ্রুতই বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু সড়কের কাজ শেষ হয়ে গেল কিন্তু বিদ্যুতের সেই খুঁটি আর উঠানো হয়নি। এলাকাবাসীরা জানান, ঝুঁকির মধ্যে প্রতিদিন এ সড়কে পথচারী ও যানবাহন চলাচল করছে। রাস্তার ওপরে বিদ্যুতের খুঁটি থাকলে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কলারোয়া উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত এ বিষয়ে সাংবাদিকদের জানান, রাস্তা বাড়ানোর টেন্ডার দেওয়ার আগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট খুঁটি সরানোর জন্য লিখিত আবেদন করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ তারপরেও সেগুলো সরিয়ে নেয়নি। তিনি আরো বলেন, আমাদের এস্টিমেটে খুঁটি সরানোর কোন ডিমান্ড দেওয়া হয়নি। তাছাড়া দীর্ঘদিন ধরে এই কাজটা শেষ হয়নি, হাতে সময় কম থাকার কারণে জুনের মধ্যে কাজটি শেষ করতে যেয়ে খুঁটি রেখেই আমরা তা সম্পন্ন করেছি। কাজটি বাস্তবায়ন করতে সরকারের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এ বিষয়ে কলারোয়া পল্লী বিদ্যুতের ডিজিএম ওবায়দুল হক সোমবার  জানান, আমরা উপজেলা ইঞ্জিনিয়ার এর কাছে খুঁটি সরানোর ডিমান্ড দিয়েছিলাম; কিন্তু তারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি। তবে এখনো খুঁটি সরানো প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত তা সরিয়ে নেয়া হবে বলে তিনি আশ^স্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)