Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামনগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০১:১৯:৩৭ পিএম

 

শ্যামনগর (সাতক্ষীরাা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মরহুম চেয়ারম্যান আজাদ আলী গাজী স্মৃতি স্মরণে রমজাননগর ইউনিয়নে ৮ দলীয় চায়নিজবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার তোফাজ্জেল বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে ‘মাদককে না বলি, ক্রীড়াকে আঁকড়ে ধরি-স্লোগানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিসিএস আদর্শ যুব সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করে।

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চিংড়াখালী বাবু নার্সিং পয়েন্ট ৬ -০ গোলে সোহেল সেভেন সাইট ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা। বিশেষ অতিথি ছিলেন রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান আলী, যুবলীগ নেতা আল মামুন (লিটন), ইউপি সদস্য সোহরাব হোসেন ও ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক।

বিসিএস আদর্শ যুব সংঘের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বিজয়ী দলকে ৪ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)